আসছে খুব শীঘ্রই "আজ গানের দিন" সিজন-৪
সঙ্গীত শিল্পী হিসেবে খুব কম সময়েই উৎকর্ষের স্বাক্ষর রেখেছেন অনন্যা আচার্য্য। তার কণ্ঠে ‘কেউ একজন’, ‘অল্প বয়সকালে’ গানগুলো দর্শকপ্রিয়তা পায়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীত নিয়ে পড়াশোনা করছেন অনন্যা।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।