সঙ্গীত শিল্পী হিসেবে খুব কম সময়েই উৎকর্ষের স্বাক্ষর রেখেছেন অনন্যা আচার্য্য। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে প্রথম পারফর্ম করেন অনন্যা। তার কণ্ঠে ‘কেউ একজন’, ‘অল্প বয়সকালে’ গানগুলো দর্শকপ্রিয়তা পায় ।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।