সঙ্গীত

সঙ্গীত হচ্ছে সুর, ছন্দ ও তাল সহযোগে অর্থযুক্ত কথা প্রকাশের পদ্ধতি। সাধারণত ছন্দ ও সুর অর্থাৎ দুইটি ছন্দযুক্ত বাক্য সুর করে উচ্চারণ করা হলে তাকে গান বা সঙ্গীত বলা হয়। আবহমান কাল থেকে বাংলাদেশে সঙ্গীতের ব্যাপক চর্চা ও প্রচার হয়ে আসছে।