সঙ্গীতশিল্পী ছন্দা চক্রবর্ত্তী। বাবা মৃনাল কান্তি চক্রবর্ত্তী; মা জয়ন্তী চক্রবর্ত্তী। তিন বোনের মধ্যে ছন্দা সবচেয়ে ছোট। ২২ নভেম্বর ১৯৭৮ সালে গাইবান্ধায় জন্ম এই শিল্পীর।
ছন্দার সঙ্গীতাঙ্গনে পথচলা শুরু ছোটবেলা থেকেই। সঙ্গীত শেখায় গুরু হিসেবে পেয়েছেন নিবেদিতা মন্ডল, রতন অধিকারী, আনন্দ চক্রবর্তী, সঙ্গীতজ্ঞ সুধীন দাশ এবং অনিল সাহাকে।
ছন্দার ঝুলিতে রয়েছে বেশ কিছু অর্জন। নয়টি জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হল নতুন কুড়ি, অগ্নিবীনা এবং ২০১৮ সালে চ্যানেল আই এ্যাওয়ার্ড। এছাড়াও ২০০৬ সালে নজরুল একাডেমী থেকে "নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পী সম্মাননা", ২০০৯-এ "জাতীয় নজরুল সমাজ পদক" এবং ২০১২ তে "ছায়ানির গুণী শিল্পী সম্মাননা"-র গর্বিত প্রাপক এই গুণী শিল্পী।
প্রতিভাবান এই শিল্পী বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে নজরুল সঙ্গীতের একজন "বিশেষ গ্রেড"-এর শিল্পী।
তার প্রকাশিত এ্যালবাম "দেশ ও মানুষের গান", 'প্রথম মনের মুকুল' "যাহা কিছু মমো" উল্লেখযোগ্য। এছাড়া কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ২০১৮ সালে “মোরা ছিনু একেলা”, দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর সাথে জি সিরিজ থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে ভারত থেকে প্রকাশ পায় “স্মৃতির বাগিচায়”, “একুশ থেকে বিজয়”, এবং “ভীরু এ মনের কলি” জনপ্রিয়তা পায়।
প্রাণিবিদ্যায় উচ্চতর পড়াশোনা সমাপ্ত করা ছন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে এম ফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকার সরকারি সঙ্গীত কলেজে নজরুল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে, নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এই শিল্পীর দাম্পত্যসঙ্গী প্রভাস ভট্টাচার্য। তাদের এক মেয়ে, প্রান্তিকা ভট্টাচার্য।
সঙ্গীতাঙ্গনে ছন্দা চক্রবর্ত্তীর দীপ্ত পদচারনা আরও উজ্জ্বল হোক এই কামনা করে আজ গানের দিন পরিবার।