প্রেস রিলিজ

একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ হল সংবাদমাধ্যমের সদস্যদের তথ্য সরবরাহের উদ্দেশ্যে, একটি দাপ্তরিক বিবৃতি প্রদান বা কোনও ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া একটি দাপ্তরিক বিবৃতি।

এনিগমার ‘আজ গানের দিন’-এ গাইবেন বাপ্পী
May 24
এনিগমার ‘আজ গানের দিন’-এ গাইবেন বাপ্পী

গানের দিন’-এর সূচনাপর্বে রবিবার (১৭ জুলাই) গান গাইবেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উদীয়মান উজ্জ্বল তারকা মেজবাহ বাপ্পী। 

‘আজ গানের দিন’ অনুষ্ঠানটি ‘এনিগমা’র ফেসবুক পেজ https://www.facebook.com/enigmabd.tv, 
ইউটউিব- https://www.youtube.com/channel/UCTuDxG7305ILFY_xVdRd49w 
ওয়বেসাইট https://www.enigmabd.com/-এ সরাসরি সম্প্রচারিত হবে।