নির্ঝর চৌধুরী
Episode: 0
নির্ঝর চৌধুরী
ঢাকা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৯৮২ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী। পুরো নাম সাদাত জামান চৌধুরী। তিনি একাধারে একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও শিক্ষক। বর্তমান সময়ের সঙ্গীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন সুচারুরূপে বিচক্ষণতার সাথে।১ জুলাই ঢাকায় জন্ম নির্ঝর চৌধুরীর। নবীন এই শিল্পী গানের জগতে পা রাখেন ১০ বছর বয়সে। ছায়ানট থেকে শিখেছেন রবীন্দ্র ও উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম সঙ্গীত গুরু ওস্তাদ সতীন্দ্র হালদার। প্রতিভাবান সংগীত শিল্পী নির্ঝর চৌধুরী। মতিঝিল মডেল হাই স্কুল ও রাইফেলস পাবলিক কলেজের ছাত্র নির্ঝর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতক এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ইউডা থেকে মিউজিকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২৬ নভেম্বরের অতিথি সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী। প্রতিভাবান এই শিল্পী ছায়ানটে শিক্ষকতা করেছেন দীর্ঘ ১৪ বছর। বর্তমানে কল্পতরু তে অধ্যক্ষ হিসেবে আছেন। এরই সাথে মিউজিক থেরাপিস্ট হিসেবে কাজ শুরু করেছেন তিনি।

সংগীত শিল্পী নির্ঝর চৌধুরী নাটক, সিনেমা ও মঞ্চে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করেন। “কত স্মৃতি জাগে মনে” নির্ঝরের প্রথম গান। তার প্রথম মৌলিক গান “মনের দুঃখ মনে রইল গো”। প্রথম নাটকের গান “আমার সোনার বাংলা”। সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী। তিনি প্রথম প্লেব্যাক করেন অরিজিৎ চক্রবর্তীর “উপলব্ধি” সিনেমায়। গানটির সুরকার শিল্পী নিজেই। নির্ঝরের প্রথম গানের এ্যালবাম “মাটির সুরে”। মঞ্চে বর্তমানে কাজ করছেন বাল্মীকিপ্রতিভা এবং দেবদাস নিয়ে। এর আগে প্রায় ৩০ টিরও বেশি নৃত্যনাট্যের সংগীত পরিচালনা করেছেন তিনি।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400