আলী সুমন

‘পেন্টাগন’ ব্যান্ড ভোকালিস্ট শিল্পী আলী সুমন তৃতীয় শ্রেনীতে পড়া অবস্থায় হাতেখড়ি নেন সংগীতে। ২০১৪ সালে আরটিভির ‘সেরা ব্যান্ড অ্যাওয়ার্ড’ এ প্রথম পুরস্কার পায় সুমন প্রতিষ্ঠিত ‘পেন্টাগন’। তার মৌলিক গানের মধ্যে রয়েছে-বন্ধু হতে চাই, এ কোন দ্বিধায়, তোমায়, বৃষ্টি, ভেসে এসো, সংশয় ইত্যাদি উল্লেখযোগ্য। ‘আজ গানের দিন’-এর ২৩ তম পর্বের শিল্পী আলী সুমন।

আলী সুমন ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন