শিল্পী আশফাকুল বারী রুমন সুরকার, গীতিকার, সংগীত আয়োজকসহ নানাবিধ কাজের সাথে জড়িত। তিনি ‘বেনসন এন্ড হেজেস স্টার সার্চ কম্পিটিশন-২০২২’ এ সেরা একক শিল্পী ও সেরা গীতিকার পুরস্কার এবং ২০০৫ ও ২০১৭ সালে পেয়েছেন ‘সেরা ব্যান্ড-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। ‘আজ গানের দিন’-এর ২৪ তম পর্বের শিল্পী আশফাকুল বারী রুমন।