শিল্পী প্রকাশ কুমার বণিক এর জন্ম ভোলাতে। বাবা মরন চন্দ্র বনিক, মা পুষ্প রানী বনিক। বেড়ে ওঠা ও কলেজ পর্যন্ত পড়াশোনা সেখানেই। তিনি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়েন, তখন থেকেই সংগীতে হাতেখড়ি বড় ভাই প্রদীপ বণিক ও মেজো ভাই দিলীপ বণিকের কাছে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পাশাপাশি চর্চায় ছিল লোক গান।
বাংলা লোক গানের নিয়মিত একজন শিল্পী প্রকাশ কুমার বণিকের ড. প্রদীপ নন্দী, ফরিদা পারভীন, বিজন মিস্ত্রী প্রমুখ বিশিষ্ট সংগীত গুরুর কাছে গানের তালিম নেয়ার সুযোগ হয়েছে। তাঁর ‘বাউলা’ নামে নিজস্ব একটি ব্যান্ড দল রয়েছে । ২০১৩ সালে চারুকলার বকুলতলায় প্রথম সংগীত পরিবেশনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই ব্যান্ডটি । ইতোমধ্যে ব্যান্ডটি বেশ কিছু গান প্রকাশ করেছে ইউটিউবে। তাঁর গানের মধ্যে উল্লেখযোগ্য - 'দিলোনা দিলোনা', 'বাজি', 'ঝিংগাফুল' ইত্যাদি।
শিক্ষাজীবন থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত তিনি। গান ছাড়াও চিত্রকলাতে তিনি অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তাঁর নানা চিত্রকর্ম ও চিত্র প্রদর্শনীতে। পেয়েছেন দর্শক ও শিল্প বোদ্ধাদের প্রশংসা। সংগীত ও ছবি আঁকার পাশাপাশি স্কাল্পচার, মুরাল, ইন্টেরিয়র ডিজাইন, টেরাকোটা ইত্যাদি ক্ষেত্রেও মেলে প্রকাশ বণিকের পরিশীলিত শিল্পদক্ষতার প্রমাণ।