আরমান খান

আরমান খান, একাধারে একজন সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক। সম্ভাবনাময় এই শিল্পীর সুর ও সঙ্গীতে উল্লেখযোগ্য জনপ্রিয় গান হল, ব্যান্ড সঙ্গীতশিল্পী বিপ্লবের ‘চান্দের বাত্তি’, ’ন নাকি ণ’, ‘তালা চাবি’ এবং ‘এলোনা বেলোনা’, মমতাজের ‘নান্টু ঘটক’, এবং আরেক ব্যান্ড তারকা হাসানের ‘অযুত লক্ষ নিযুত কোটি’, ‘মন ময়না’ ও ‘লাল বন্ধু নীল বন্ধু’ এবং এন্ড্র কিশোরের ‘বিন্দিয়ারে বিন্দিয়া’।