রাজা বশির

বাবা-মা দুজনই যখন শিল্পী তখন সন্তানের আর শিল্পী হতে কী লাগে? বলছি শিল্পী রাজা বশির এর কথা। যিনি বিখ্যাত শিল্পী বশির আহমেদ ও শিল্পী মীনা বশির এর সন্তান। জন্মলাভের পর থেকেই যার কানে পিতামাতার সুর বাজে, তাকে আর নতুন করে গান শেখানোর প্রয়োজন হয় না। বাবা-মায়ের হাত ধরেই গানের ভুবনে প্রবেশ করেন শিল্পী রাজা বশির এরপর গানই হয়ে ওঠে তার জীবনে পথচলার পাথেয়। কথা বলতে বলতেই শেখেন গান। একদিকে বেড়ে ওঠা অন্যদিকে চলে গানের প্রশিক্ষণ। এভাবে বাবা-মায়ের হাত ধরে গানের ভুবনে আসলেও স্বযোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিল্পী রাজা বশির, হয়েছেন বেশ জনপ্রিয়। বর্তমানে কাজ করছেন সুরকার, সঙ্গীত পরিচালক ও নির্মাতা হিসেবে। নাটক-না, গোলমাল এবং সিনেমা কখন মেঘ কখন বৃষ্টি-তে সংগীত নিয়ে কাজ করেছেন। অসংখ্য গান লিখেছেন- সুখের অনুনাদে, অদেখা গুরু, সন্ধ্যা আবার আসবে ফিরে, বিজয়ের গান গাই, এলো খুশির ঈদ, মওলা জানে আল্লাহ জানে উল্ল্যেখযোগ্য।