নাঈম মাহমুদ খান

তৃতীয় শ্রেনীতে পড়া অবস্থায় শিল্পী নাঈম মাহমুদ খান হাতেখড়ি নেন গানের। এরপর পড়ালেখার পাশাপাশি ধীরে ধীরে যুক্ত হন সংগীতের সাথে। টানা ২৫ বছর ধরে গান গাইছেন। সমৃদ্ধ হয়েছে নিজের গানের জগত। খোদা বক্স সানু,অনিল কুমার সাহা,সুনীল কুমার মন্ডল এর মত শিল্পীদের কাছ থেকে শিখেছেন গান। শিল্পীর মৌলিক মিক্স অ্যালবাম এর মধ্যে-প্রতিবাদ, মেলা, হাতিয়ার উল্লেখযোগ্য। পেয়েছেন অসংখ্য পুরস্কার। নজরুল গীতিতে জাতীয় পুরস্কার, চ্যানেল আই নেসক্যাফে গেট সেট রক প্রতিয়োগিতায় ২য় রানার আপ । এছাড়াও শিল্পী নাঈম মাহমুদ নজরুল গীতি ও শাস্ত্রীয় সঙ্গীতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিসন এ এনলিস্টেড গায়ক হিসাবে কাজ করছেন।