তরিক মৃধা

কণ্ঠশিল্পী তরিক মৃধা তার স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে নিজের জায়গা তৈরি করছেন দৃঢ়ভাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিভাগ থেকে আর্ট অব পারফরম্যান্স এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। আবেগ ও অভিব্যক্তির অসামান্য মিশ্রণে গান করেন তরিক। তার কণ্ঠে একটি অপ্রতিরোধ্য আকর্ষণ রয়েছে যা শ্রোতাদের আকর্ষণ করে খুব সহজে। গান গাওয়ার পাশাপাশি গান লেখেনও তরিক মৃধা।