ইউসুফ আহমেদ খান
শুদ্ধ সংগীত চর্চার মাধ্যমে দেশজুড়ে শ্রোতাপ্রিয় হওয়া শিল্পীর নাম ইউসুফ আহমেদ খান। জন্ম ১৯৮৯ সালের ১২ অক্টোবর, ঢাকায়। বাবা প্রখ্যাত ওস্তাদ মো. ইয়াকুব আলী খান এ দেশের মানুষের কাছে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতের প্রিয় নাম, মা উম্মে জোহরা হক বাংলদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ইউসুফের বেড়ে ওঠা সাংস্কৃতিক বলয়ের মধ্যে। গানের হাতে খড়ি হয় বাবা-মার কাছেই।