তানভীর আলম সজীব
Episode: 0
তানভীর আলম সজীব
বগুড়া, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৪৪৩ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

তানভীর আলম সজীব এর  জন্ম বগুড়া জেলায়, ১৯৭৫ এর ১০ এপ্রিল। ১৯৭৯-তে জনপ্রিয় গানের দল বগুড়া ইয়ুথ কয়ারের হয়ে প্রথম বাংলাদেশ টেলিভিশনে একক সঙ্গীত পরিবেশন করেন। বর্তমানে কাজ করছেন একাধারে একজন সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হিসেবে। ১৯৮৬ তে মা একরকম জোর করেই ভর্তি করিয়ে দেন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখান থেকে ডিপ্লোমা করেন নজরুল ও শাস্ত্রীয় সংগীতে। নতুন সংগীতশিল্পী তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

কোন নির্দিষ্ট ঘরানায় আটকে না থেকে, শাস্ত্রীয়সহ সঙ্গীতের নানা মাধ্যমে তাঁর অবাধ পদচারণা। সংগীতের কল্যাণেই তাঁর ঝুলিতে জমা হয়েছে ছোট-বড় অসংখ্য পুরস্কার। তরুণ বয়সে তুমুলভাবে প্রভাবিত হয়েছিলেন নচিকেতা এবং কবীর সুমনের গান দ্বারা। নিউইর্য়কে থাকাকালীন “সাধারণ একদিন” শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশিত হয় তানভীর আলম সজীবের। শুরু হয় তার সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।

তানভীর আলম সজীব ১৯৯৮ তে পরিবারের সাথে চলে যান কানাডার টরেন্টোতে। সেখানে তিনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন। ২০০৬-এ দেশের টানে ফিরে আসেন। শংকর সাঁওজালের লেখা তানভীর আলম সজীবের সুর করা “কবে যাবো পাহাড়ে, আহারে” গানটি তুমুল জনপ্রিয় হয়। যা এখনও মানুষের মুখে মুখে ফেরে। ১৯৯৩-এর শেষের দিকে পাড়ি জমান আমেরিকায়। সেখানে পড়ালেখা শুরু করেন কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে।

বর্তমানে সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি গানে কণ্ঠও দিচ্ছেন ইদানিং। এ ছাড়া টেলিভিশনে  গানের অনুষ্ঠান সঞ্চালনাও করে থাকেন তিনি।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400