ইউসুফ আহমেদ খান
আজ গানের দিন সিজন-১
Episode: 3
ইউসুফ আহমেদ খান
ঢাকা, বাংলাদেশ
সংক্ষিপ্ত বিবরণ

শুদ্ধ সংগীত চর্চা ও সাবলীল গীতশৈলীর জন্যে দেশজুড়ে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছেন তরুণ শিল্পী ইউসুফ আহমেদ খান। জন্ম ১৯৮৯ সালের ১২ অক্টোবর, ঢাকায়। বাবা প্রখ্যাত ওস্তাদ মো. ইয়াকুব আলী খান এ দেশের মানুষের কাছে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতের প্রিয় নাম এবং মা উম্মে জোহরা হক বাংলদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ইউসুফ। গানের হাতেখড়ি বাবা-মার কাছেই এবং বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলেই। 

ইউসুফ নিজের যোগ্যতার স্বীকৃতি পান ছোটবেলা থেকেই। ২০০৫ সালে আন্তঃমহাবিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় নজরুল, আধুনিক এবং লোক সঙ্গীতে প্রথম হয়ে; তারপর ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় ৫ম স্থান অধিকার করেন।

এরপর উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনায় সবার কাছে প্রশংসিত হন ২০১০ সালে ছায়ানট সম্মেলনে। বাবার সাথে যুগলবন্দি হয়ে গেয়েছিলেন রাগ দরবারি কানাড়া। সেবার ‘প্রথম আলো’ সহ দেশের বিভিন্ন জনপ্রিয় পত্রিকা আর প্রচার মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রশংসিতও হন। সেই থেকেই শুরু।

এরপর শুধুই সামনে এগিয়ে চলা, কখনো গান কখনো উপস্থাপনা। কখনো বা দুটোই একসাথে। গানের ঝুলিতে জমা পড়েছে একটি একক এবং বেশ কিছু শ্রোতাপ্রিয় মিশ্র অ্যালবাম। সেগুলো হলো 'একলা রাতের নদী', 'রঙধনু', 'ফড়িং', 'সুপ্রভাত-২', 'বিসর্জনের ব্যথা', 'উত্তরী হাওয়া', 'ভালোবাসার সাতকাহন', 'অভিসারী সময়' ইত্যাদি।

নিজের পরিবেশনার জন্য ২০১৭ সালের ২৭ জানুয়ারি অর্জন করেন 'লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৭' এর ''বেস্ট আর্টিস্ট” অ্যাওয়ার্ড।

এ সময় সুরারোপে অভিষেক হয় তাঁর। বর্তমানে নিজের জন্যে এবং অন্যদের জন্যেও সুর ও সঙ্গীতায়োজন করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গাইছেন নিয়মিত। তাঁর সুরে ইতোমধ্যেই কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য শিল্পীরা।

জীবনে প্রথম ছবির সংগীত পরিচালনা করেন ২০১৯ সালে; ছবির নাম ‘বিদেশ’; এতে সহশিল্পী হিসেবে ছিলেন কোনাল, প্রিয়াঙ্কাসহ আরও অনেক গুণী শিল্পীরা।

পিতার সঙ্গে যুগলবন্দি, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, আধুনিক বাংলা গান তিনি করে আসছেন সফলভাবে। এছাড়াও চ্যানেল আইয়ের প্রতিদিনের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’র উপস্থাপনাও করেছেন বেশ কয়েক বছর। সবার ভালোবাসা আর গুণীজনদের অনুপ্রেরণায় আজকের ইউসুফ আহমেদ খান সংগীত জগতে এগিয়ে যাবেন বহুদূর, তেমনই সকলের প্রত্যাশা ও শুভ কামনা।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400

শিল্পীর ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • আজ এই বৃষ্টির কান্না দেখে
    1
  • আজ এই বৃষ্টির কান্না দেখে
  • ইউসুফ আহমেদ খান
  • 7:20
  • কোন কূলে আজ ভিড়লো তরী
    2
  • কোন কূলে আজ ভিড়লো তরী
  • ইউসুফ আহমেদ খান
  • 6:39
  • এ কোন ফাগুন হৃদয়ে আমার
    3
  • এ কোন ফাগুন হৃদয়ে আমার
  • ইউসুফ আহমেদ খান
  • 4:11
  • তোমাকে পাবার আগে
    4
  • তোমাকে পাবার আগে
  • ইউসুফ আহমেদ খান
  • 6:22
  • আমার আকাশ জুড়ে মেঘ
    5
  • আমার আকাশ জুড়ে মেঘ
  • ইউসুফ আহমেদ খান
  • 6:26
  • তোমার যাবার সময়
    6
  • তোমার যাবার সময়
  • ইউসুফ আহমেদ খান
  • 5:9
ইউসুফ আহমেদ খান এর লাইভ ভিডিও