বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উদীয়মান উজ্জ্বল তারকা মেজবাহ বাপ্পী। ‘আজ গানের দিন’ নামে একটি ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠানে সূচনাপর্বে রোববার (১৭ জুলাই) গান গাইবেন তরুণ এই শিল্পী।
এনিগমা মাল্টি মিডিয়ার ব্যানারের ‘আজ গানের দিন’ নামে ধারাবাহিক ওই সঙ্গীতানুষ্ঠান সরাসরি প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি প্রতি রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচারিত হবে। আজ মেজবাহ বাপ্পীর গানের মাধ্যমেই যাত্রা শুরু করবে ‘আজ গানের দিন’।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।