এনিগমা সম্পর্কে

আপনি জেনে খুশি হবেন যে, এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি কমিউনিটি মার্কেটিং কোম্পানি হিসেবে কাজ করছে। আমরা বিভিন্ন শ্রোতা ও দর্শকদের জন্য চাহিদা মোতাবেক মার্কেটিং ও ডিজিটাল কনটেন্ট তৈরি করে থাকি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো অতি প্রচলিত কনটেন্টের পরিবর্তে টেকসই ও উন্নয়ন লক্ষ্যগুলোকে সামনে রেখে দর্শক-শ্রোতাদের নিকট দেশাত্মবোধক কনটেন্ট তুলে ধরা।

আজ গানের দিন

একনজরে আজ গানের দিন

গান বিশ্ব সংস্কৃতির অমূল্য সম্পদ। সন্দেহাতীতভাবে বাংলা গানের ক্ষেত্রেও এ কথা সমানভাবে প্রযোজ্য। কারণ সঙ্গীতের সঙ্গে নিবিড়ভাবে জড়িত বাঙালির জীবন ও সংস্কৃতি। শুধু বিনোদনের প্রয়োজনে নয়, বাঙালির জাতীয় চেতনা, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতালাভেও প্রেরণা জুগিয়েছে গান। বলাবাহুল্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রেরণার অন্যতম উৎস ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বাংলা গানগুলো। বাংলা গানের এই ইতিহাসের উত্তরাধিকার হওয়ার আকাক্সক্ষা থেকেই অনলাইন প্ল্যাটফর্মকেন্দ্রিক সম্পূর্ণ নতুন আঙ্গিকের লাইভ মিউজিক শো ‘আজ গানের দিন’ নির্মাণের উদ্যোগ নেয় এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।

‘আজ গানের দিন’ অনুষ্ঠান নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ ও উদীয়মান শিল্পীদের মাধ্যমে বিশ্বব্যাপী বাঙালির অপরিমেয় সম্পদ সব ধরনের বাংলা গানের প্রচার ও প্রসার ঘটানো। এ উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি কলাকুশলী দল নিয়ে ভিন্নধর্মী এ অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করছে এনিগমা।

বাংলা গানের এই অভ‚তপূর্ব প্ল্যাটফর্মে শিল্পীরা যেমন তাদের পরিবেশনায় পাচ্ছেন নতুন পরিবেশ, আর শিল্পীদের সঙ্গে নতুন অনুভ‚তিসিক্ত হচ্ছেন শ্রোতা-দর্শকরাও।

যাঁরা গেয়েছেন আজ গানের দিনে