খুরশীদ আলম
গানের জগতে তাঁর যাত্রা শুরু আধুনিক গান দিয়ে ১৯৬৭ সালে, তিনি প্রথমবার ‘রেডিও পাকিস্তান’ এ গান করেন সে সময়। চলচ্চিত্রের জন্য প্লেব্যাকে আত্মপ্রকাশ ১৯৬৯ সালে ‘আগন্তুক‘ চলচ্চিত্রে “বন্দী পাখির মত মনটা কেঁদে মরে” গানটি দিয়ে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ৭৭ বছর বয়সী বরেণ্য এই সঙ্গীতজ্ঞকে।