নাঈম মাহমুদ খান

শিল্পী নাঈম মাহমুদ খান তৃতীয় শ্রেনীতে পড়া অবস্থায় হাতেখড়ি নেন গানের। এরপর টানা ২৫ বছর ধরে গান গাইছেন। নজরুল গীতিতে জাতীয় পুরস্কার এবং নজরুল গীতি ও শাস্ত্রীয় সঙ্গীতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিসন এ এনলিস্টেড গায়ক হিসাবে পরিচিত। কাজ করেছেন নাটক, ও প্লেব্যাক গায়ক হিসেবে। আজ গানের দিন-এর ২৮ তম পর্বের শিল্পী নাঈম মাহমুদ খান।

নাঈম মাহমুদ খান ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন