বিজন চন্দ্র মিস্ত্রী
নজরুল সঙ্গীতের এক উজ্জ্বল নাম বিজন চন্দ্র মিস্ত্রী। নজরুল সঙ্গীতকে নিজের মাঝে ধারণ করে এগিয়ে চলেছেন আপন মনে। নাটক ও সিনেমাতেও তাঁর সমান বিচরণ। প্রথম নাটকে গান করেন “রাজবন্দীর জবানবন্দী” নাটকে “শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়” গানটি। প্রথম সিনেমায় প্লেব্যাক করেন “প্রিয়া তুমি সুখী হও” সিনেমার “চেয়োনা সুনয়না” ও “আজো মধুর বাঁশরী বাজে”। এই শিল্পীর প্রথম গানের এ্যালবাম “ঠাঁই যেন পাই চরণে”।