নাসরিন আক্তার বিউটি
Episode: 0
নাসরিন আক্তার বিউটি
কেশবপুর, চুয়াডাঙ্গা

আপনার নেটওয়ার্কে ২৮৮ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

‘ক্লোজআপ ওয়ান' তারকা ’বিউটি’। পুরো নাম নাসরিন আক্তার বিউটি। জন্ম ০৭ অক্টোবর ১৯৮৯ খ্রিস্টাব্দে, চুয়াডাঙ্গার কেশবপুরে। বাবা মো: মজিবর রহমান এবং মা সাহার বানু, ৫ ভাইবোনের মধ্যে বিউটি ৩য়।
হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, এমএস জোহা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে সঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন জনপ্রিয় এই শিল্পী।

একটি সাংস্কৃতিক পরিবারে জন্ম বিউটির। ছোটবেলা থেকেই বাবাকে হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা নিয়ে গান গাইতে দেখেছেন তিনি। বাবাই তার প্রথম সঙ্গিতগুরু। পরবর্তীতে আমানউল্লাহ খান কেরু, রতন কুমার, রেজাউল করিম, আক্কাস আলীসহ দেশের অনেক সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন তিনি।
’নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল’ এই নজরুল সঙ্গীত গেয়ে গানের ভুবনে পথ চলা শুরু হলেও বিউটি লোকজ ঘরানার গানেই বেশি পরিচিত। ‘আমাকে কি রাখবেন গুরু চরণে’ লালন গীতিটি গেয়ে ‘লালনকন্যা’ উপাধি পান এ শিল্পী। তবে সঙ্গীতের সব শাখাতেই মুন্সিয়ানা আছে তার। সঙ্গীতে তাঁর আদর্শ ফরিদা পারভীন। 

লোকগানের এই শিল্পী পেশাগত জীবনেও সঙ্গীতকেই আপন করে নিয়েছেন। বর্তমানে বিভিন্ন ষ্টেজশো, টিভি লাইভশো ও গান রেকর্ডিং নিয়েই ব্যস্ততা তার। জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজের সঙ্গে বিউটির ১ টি ডুয়েট এ্যালবাম রয়েছে। এছাড়া এ পর্যন্ত তার ৪ টি সোলো ও অসংখ্য মিক্সড এ্যালবাম রয়েছে। “ওরে সাম্পানওয়ালা” সহ প্রায় ১২ টি সিনেমায় প্লেব্যাক করেছেন গুণী এই শিল্পী। 

সুমিষ্ট কন্ঠের এই তারকা ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’’ প্রতিযোগিতায় প্রথম আসরের ২য় রানার্স আপের পুরস্কারসহ দেশ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
বিউটির দাম্পত্যসঙ্গী হাসান ফেরদৌস আহমেদ। তাদের ২ সন্তান নজিব আহমেদ রায়াত এবং নাসিক আহমেদ রাহিল।

শ্রোতাদের অগনিত ভালোবাসা নিয়ে সঙ্গীতাঙ্গনে আরো এগিয়ে যাবেন বিউটি এই শুভকামনা “আজ গানের দিন” পরিবারের ।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400