অনিন্দিতা সাহা অথি

নাচ, অভিনয়, বিতর্ক, গান– চর্চায় ছিল সবই, এর মধ্যে গান নিয়েই তাঁর এগিয়ে চলা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করছেন সংগীত নিয়ে। বলছি শিল্পী অনিন্দিতা অথির কথা। ক্ষুদে গানরাজ ২০১৬’খ্যাত শিল্পী অনিন্দিতা অথি দেশাত্মবোধক গান ও নজরুল সংগীতে ২০১৪ সালে অর্জন করেন জাতীয় পর্যায়ে পুরষ্কার। বাবা অজিত কুমার সাহা ও মা লিখা সাহার বড় সন্তান তিনি। সংগীতে তালিম নিয়েছেন ইত্তেফাক আহমেদ, অনিল কুমার সাহা, ফেরদৌস আরা প্রমুখ বিশিষ্ট সঙ্গীত গুরুর কাছে।