রত্না দাস

"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি শ্রোতাপ্রিয় নজরুল সংগীত শিল্পী রত্না দাস। ২৯ জুলাই নরসিংদীতে জন্ম রত্না দাসের। বাবা রনজিৎ কুমার দাস ও মা কনা দাস। ২ বোন ১ ভাইয়ের মধ্যে রত্না বড়। একমাত্র বোন ড. সম্পা দাসও নজরুল সঙ্গীতশিল্পী। বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রত্না দাস। গানের জীবন শুরু যখন তিনি ২য় শ্রেণীর ছাত্রী। প্রথম শিক্ষাগুরু মা কনা দাস। নাচ দিয়ে শুরু হলেও ছায়ানটে শিখেছেন নজরুল সংগীত এবং উচ্চাঙ্গ সংগীত।