ফিডব্যাক
বাংলাদেশের একটি বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। স্বাধীনতার পর ব্যান্ড সংগীতের, তথা "বাংলা রক" এর উত্থানে ফিডব্যাক অন্যতম পথিকৃৎ। ১৯৭৭ খ্রিস্টাব্দে ব্যান্ড ‘আলট্রাসোনিকস’-এর কয়েকজন সদস্যের সাথে মিলে প্রতিষ্ঠিত হয় ‘ফিডব্যাক টোয়েন্টিথ সেঞ্চুরি’। পরবর্তীতে অবশ্য ‘টোয়েন্টিথ সেঞ্চুরি’ বাদ দিয়ে ব্যান্ডের নামকরণ করা হয় ‘ফিডব্যাক’।