নাজু আখন্দ
আজ গানের দিন সিজন-১
Episode: 2
নাজু আখন্দ
সাভার, বাংলাদেশ
সংক্ষিপ্ত বিবরণ

নাজু আখন্দ, একজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। জন্ম ১৯ শে এপ্রিল, বড় হয়েছেন সাভারে। গানে নাজুর হাতেখড়ি তারই মা তাহমিনা হাবিবের কাছে। পরবর্তীতে তিনি ওস্তাদ সালাহ উদ্দিনের কাছে নজরুলসঙ্গীত এবং গোবিন্দ গোস্বামী, লিউ এ জে বারৈ ও সঞ্জীব দে-র কাছে তালিম নেন ক্ল্যাসিক্যালে।

ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন তিনি। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চারটি গোল্ড মেডেল পান এই শিল্পী। স্কুলে থাকতেই কাজ করেন প্রথম অ্যালবাম “কাচা হলুদের রং” এর। ১৯৯৫ সালেই শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হন তিনি। দেখতে দেখতে পেশাগতভাবে প্রায় দুই দশক সময় ধরে গানের ভুবনে বেশ সফলতার সাথেই এগিয়ে চলেছেন তিনি। নাজুর ভাষ্যমতে, এখনো প্রতিনিয়ত সেই প্রথম দিনের মতোই পরম ভালোলাগা নিয়ে গান করেন তিনি। দীর্ঘ দিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন প্রায় ২৩০টিরও বেশি গানে। একজন সঙ্গীতশিল্পীর জন্য এটি অনেক বড় প্রাপ্তি। চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর ও সঙ্গীতে ‘মায়ের সম্মান' সিনেমাতে ২০০১ সালে প্রথম প্লেব্যাকের মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে নাজুর যাত্রা শুরু। সিনেমায় তার সবচেয়ে জনপ্রিয় গান ‘সমাজকে বদলে দাও’ সিনেমার ‘আমার মানবজমিন চিরতরে দিয়া দিলাম তোরে’। গানটি লিখেছেন এবং সুরসঙ্গীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মান্না শাবনূর অভিনীত সিনেমার এই গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গানটি সুরসঙ্গীত করেছেন সাজিদ সরকার।

সিনেমার বাইরে নাজুর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে আহসান হাবিবের লেখা ও বাপ্পা মুজমদারের সুরসঙ্গীতে ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’ গানটি। এই গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। এছাড়াও বিশ্বের মোট ১৬ টি দেশের বিভিন্ন মিউজিক শো তে গান গেয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে উপস্থাপন করেছেন এই প্রতিভাবান শিল্পী।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400

শিল্পীর ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • যে ছিল দৃষ্টির সীমানায়
    1
  • যে ছিল দৃষ্টির সীমানায়
  • নাজু আখন্দ
  • 5:53
  • আমাকে তুই আপন করে নে
    2
  • আমাকে তুই আপন করে নে
  • নাজু আখন্দ
  • 6:34
  • একবার যেতে দেনা আমার
    3
  • একবার যেতে দেনা আমার
  • নাজু আখন্দ
  • 5:37
  • শেষ করোনা শুরুতে খেলা
    4
  • শেষ করোনা শুরুতে খেলা
  • নাজু আখন্দ
  • 4:49
  • তুমি আমার জীবন
    5
  • তুমি আমার জীবন
  • নাজু আখন্দ
  • 5:12
  • আমার মানব জমিন
    6
  • আমার মানব জমিন
  • নাজু আখন্দ
  • 5:25
  • আমার দুই চোখে দুই নদী
    7
  • আমার দুই চোখে দুই নদী
  • নাজু আখন্দ
  • 6:34
  • একি সোনার আলোয়
    8
  • একি সোনার আলোয়
  • নাজু আখন্দ
  • 5:21
নাজু আখন্দ এর প্রোফাইল
নাজু আখন্দ এর লাইভ ভিডিও