হোমায়েরা বশির

কথা বলা শিখতে শিখতে হাতেখড়ি হয় গানের। মাত্র ২ বছর বয়সেই গান গাইতে পারেন। আর আনুষ্ঠানিক যাত্রা হয় ৩ বছর বয়স থেকেই। বলছি শিল্পী হোমায়েরা বশির এর কথা। বিখ্যাত শিল্পী বশির আহমেদ ও শিল্পী মীনা বশির এর যোগ্য উত্তরসূরী। মায়ের গর্ভে থেকেই যিনি আয়ত্ত করেন গানের রাগ, তখনই হয়তো বুঝতে পারেন বড় হয়ে হতে হবে সংগীত শিল্পী।