"আজ গানের দিন" সিজন-২-এর এবারের শিল্পী সম্পা দাস।নজরুলসংগীত শিল্পী সম্পা দাস দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের মাঝে অন্যতম। গানের পাশাপাশি তিনি নজরুল সঙ্গীতের একজন গবেষক ও ভক্তও বটে। এ সময়ের নজরুল সঙ্গীতশিল্পী সম্পা দাসের জন্ম ৩১ ডিসেম্বর নরসিংদীতে। বাবা রণজিৎ কুমার দাস, মা কণা দাস। সম্পা দাসের গানের ভুবনে যাত্রা শুরু ছায়ানট বিদ্যায়তনে, যখন তিনি অষ্টম শ্রেণির ছাত্রী।
যদিও নাচ দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণ নজরুল সঙ্গীতশিল্পী সম্পা দাসের, তবে গানের প্রতি গভীর মমতা তাকে স্থায়ী করেছে গানের জগতে। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম হওয়া সম্পা দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর নজরুলের গানের চিত্রকল্প নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গবেষণা করেন।
শিল্পী সম্পা দাস ‘কোথায় ঘনশ্যাম’ এবং ‘আঁধারে বাঁধা অগ্নিসেতু’ অ্যালবামের মাধ্যমে তিনি নজরুলের গান ছড়িয়ে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে।