রাজা বশির
বিখ্যাত শিল্পী বশির আহমেদ ও শিল্পী মীনা বশির এর সন্তান রাজা বশির। বাবা-মায়ের কাছেই নেন গানের হাতেখড়ি। কাজ করেছেন নাটক, সিনেমায়। নিজের লেখা গানের মধ্যে- মওলা জানে আল্লাহ জানে, সুখের অনুনাদে, অদেখা গুরু, বিজয়ের গান গাই, এলো খুশির ঈদ উল্ল্যেখযোগ্য। কাজ করছেন সুরকার, সঙ্গীত পরিচালক ও নির্মাতা হিসেবে। ‘আজ গানের দিন-এর ২৫ তম পর্বের শিল্পী রাজা বশির।