হোমায়েরা বশির
শিল্পী হোমায়েরা বশির কথা বলা শিখতে শিখতে হাতেখড়ি নেন গানের। মাত্র ২ বছর বয়সেই গান গাইতে পারেন। আর আনুষ্ঠানিক যাত্রা হয় ৩ বছর বয়স থেকেই। বর্তমানে পুরোদস্তুর শিল্পী তিনি, পেয়েছেন অসংখ্য পুরস্কার। ওসমানী স্মৃতি পুরস্কার, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ সম্মাননা, বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বিআইএফএ অ্যাওয়ার্ড, গোল্ডেন জুবলি অ্যাওয়ার্ড প্রমুখ। আজ গানের দিন- এর ২৬ তম পর্বের শিল্পী হোমায়েরা বশির।