নাজু আখন্দ, একজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। জন্ম ১৯ শে এপ্রিল, বড় হয়েছেন সাভারে। গানে নাজুর হাতেখড়ি তারই মা তাহমিনা হাবিবের কাছে। পরবর্তীতে তিনি ওস্তাদ সালাহ উদ্দিনের কাছে নজরুলসঙ্গীত, ক্ল্যাসিক্যালে হাতেখড়ি গোবিন্দ গোস্বামীর কাছে। অবশ্য ক্ল্যাসিক্যালে পরবর্তীতেও তালিম নেন সঞ্জীব দে ও লিউ এ জে বারৈর কাছে।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।