তিমির নন্দী

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা তিমির নন্দী। জন্ম ১৯৫৭ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর, রাজবাড়ীতে। বাবা দেবেন্দ্রনাথ নন্দী ছিলেন রেলওয়ের কর্মকর্তা, মা রানু নন্দী। মা গান গাইতেন ও এস্রাজ বাজাতেন, বাবা ভালোবাসতেন গান। বোনরা নাচতেন। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন তিনি। তিমির নন্দীর মতে, তাঁর রক্তে বয়ে চলেছে সঙ্গীতের ধারা।