ইসমাত আরা ইভা
Episode: 0
ইসমাত আরা ইভা
খুলনা, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৫৩৩ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

নতুন প্রজন্মের সুপরিচিত সঙ্গীতশিল্পী ইসমাত আরা ইভা। ইতোমধ্যেই সঙ্গীতের বিভিন্ন শাখায় স্বকীয়তার প্রমাণ রেখেছেন তিনি। পেয়েছেন দর্শক শ্রোতার ভালোবাসা। 

ইসমাত আরা ইভার জন্ম ২৮ মার্চ খুলনায়। মা ফজিলা খাতুন, বাবা শেখ ইমদাদুল হক। বিএন হাইস্কুলে পড়ালেখা করেছেন ইভা। তাঁর শখ গান শোনা ও গান করা। শিল্পী ইভার মেজো ভাই গান শিখতেন। তাঁকে গানের স্কুলে নিয়ে যেতেন মা ফজিলা খাতুন, আর সাথে নিয়ে যেতেন ছোট্ট ইভাকেও। এভাবে গানের স্কুলে আসা-যাওয়ার মধ্য দিয়েই গান শেখার শুরু শিল্পী ইভার। 

এরপর তিনি একে একে গান শিখেছেন মোশাররফ হোসেন, আবু আল মনিরুল হক, ওস্তাদ নাসির হায়দার, রমেশ চন্দ্র মণ্ডল, অশোক চক্রবর্তী, প্রিয়াঙ্কা গোপের মতো স্বনামখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছে। শিল্পী ইভার আনুষ্ঠানিকভাবে গান গাওয়ার সূচনা জাতীয় শিক্ষা সপ্তাহের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে, কেবলই সামনে এগিয়ে চলা। ‘চার অক্ষরের ভালোবাসা’ নামের চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন উদীয়মান এ শিল্পী।

 
এছাড়া ‘হৈমন্তী’ এবং ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রে যথাক্রমে ‘ছায়া মেঘে মেঘে’ ও ‘খোলা আকাশ’ গান দুটিতেও কণ্ঠ দিয়েছেন তিনি।

ইভার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে 'মেঘেরা', যা শিল্পীর একক অ্যালবাম ‘মেঘেরা’য় যুক্ত হয়েছে। তাঁর দ্বিতীয় একক অ্যালবাম 'এক মুঠো রোদ' এর অন্যতম জনপ্রিয় গান ‘একটু শুধু ছোঁয়া’।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400

শিল্পীর ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • সব ক'টা জানালা খুলে দাও না
    1
  • সব ক'টা জানালা খুলে দাও না
  • ইসমাত আরা ইভা
  • 5:21
  • আমায় গেঁথে দাও না মাগো
    2
  • আমায় গেঁথে দাও না মাগো
  • ইসমাত আরা ইভা
  • 4:20
  • একতারা তুই দেশের কথা
    3
  • একতারা তুই দেশের কথা
  • ইসমাত আরা ইভা
  • 4:38
  • মাগো আর তোমাকে ঘুম পাড়ানী
    4
  • মাগো আর তোমাকে ঘুম পাড়ানী
  • ইসমাত আরা ইভা
  • 3:40
  • স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
    5
  • স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
  • ইসমাত আরা ইভা
  • 3:26
  • একবার যেতে দে না আমার
    6
  • একবার যেতে দে না আমার
  • ইসমাত আরা ইভা
  • 5:34
  • সেই রেল লাইনের ধারে
    7
  • সেই রেল লাইনের ধারে
  • ইসমাত আরা ইভা
  • 4:28