আকাশ মাহমুদ
বাংলাদেশের গানের ভুবনে নতুন মুখ আকাশ মাহমুদ। ফোক কিংবা আধুনিক সকল ক্ষেত্রেই তার সমান বিচরণ। প্রথম মৌলিক গান ছিল তার বাবার লেখা গান "আমার বাড়ি ফরিদপুর আমার গর্ব ফরিদপুর"। প্রথম নাটকে গান করেন, আশিক মাহমুদের কথা ও নিজের সুর সঙ্গীতে গাওয়া গান " তুই কাছে এলে" "সে আমার" নাটকে। প্রথম প্লেব্যাক করেন "তোকে দেখলে শুধু একটিবার" কাজী হায়াত পরিচালিত শাকিব খান অভিনীত "বীর" সিনেমাতে।