শিল্পী মোমিন বিশ্বাস এর জন্ম ৯ জানুয়ারি নওগাঁ, রাজশাহীতে । মা মাসুদা পারভীন (গৃহিণী) এবং বাবা আতাউর রহমান বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) । তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কিংবদন্তী এন্ড্রু কিশোর এর হাত ধরে রাজশাহীতে উস্তাদ কাজী সুলতান মাহমুদ মন্টু'র কাছে সঙ্গীতের হাতেখড়ি ও ক্ল্যাসিক্যাল শেখা। এরপর দীর্ঘদিন এন্ড্রু কিশোর এর কাছে তালিম নেন ।
বহু প্রতিভায় প্রতিভাশালী তিনি। স্ক্রিপ্ট রাইটিং, অভিনয়, নির্দেশনা, কস্টিউম, মেকআপ এবং সেট ডিজাইন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং প্রায়োগিক দক্ষতা আছে শিল্পী মোমিন বিশ্বাস'র। ভালোবাসেন ঘুরে বেড়াতে, হলে গিয়ে সিনেমা দেখতে ও লেখালেখি করতে।
২০০৮ সালে, আলাউদ্দিন আলী'র সুরে 'বন্ধন' চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। 'উড়াল ডিঙা' শিরোনামে তাঁর একটি সলো এ্যালবাম রয়েছে। মিক্সড এ্যালবাম এর সংখ্যা প্রায় ৪০টি।
এছাড়াও প্রায় ৯০টি চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে গান গেয়েছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য 'বন্ধন', 'আমি বাঁচতে চাই', 'এবাদত', 'ভালোবাসার ঘর', 'প্রেমে পড়েছি', 'যদি বউ সাজো গো', 'স্বপ্নের পদ্মা সেতু' ইত্যাদি। পাশাপাশি চলচ্চিত্রের গান নিয়ে নানা গবেষণাধর্মী কাজ স্বউদ্যোগে করে চলেছেন। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিটিভিতে সম্প্রচারিত শিশুদের একটি ধারাবাহিক থ্রিলার সিরিজ এর স্ক্রিপ্টও লিখেছেন তিনি।
তাঁর পছন্দের শিল্পীর তালিকায় আছেন শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, আইয়ুব বাচ্চু সহ আরো অনেক গুণী শিল্পীরা। ভবিষ্যতে তিনি গান নিয়েই কাজ করতে চান এবং বাংলাদেশে একটি ভয়েজ ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে চান প্রতিভাবান শিল্পী মোমিন বিশ্বাস ।