ফারজানা আফরিন ইভা

মায়ের সুযোগ্য কন্যা ও নানা-নানির আদরের নাতনি ইভা, দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী তার কণ্ঠের যাদুতে বাংলাদেশের লোকসঙ্গীতকে নিয়ে যেতে চান অন্য উচ্চতায়। ‘আজ গানের দিন’ পরিবারের পক্ষ থেকে এই শিল্পীর জন্য শুভকামনা।