"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি চম্পা বনিক, বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। গান শেখার লক্ষ্যে তিনি শৈশব থেকে এখন পর্যন্ত সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করে আসছেন। সঙ্গীতে হাতেখড়ি পিশি মঞ্জু সরকারের কাছে। ইতিমধ্যে দেশের সংগীত অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বাবা মনি লাল বনিক ও মা কনিকা বনিক। ২ বোনের মধ্যে চম্পা বড়। ছোট বোন টুম্পা বনিক। ৩০ অগাস্ট ঢাকায় জন্ম নেয়া চম্পা বনিকের গানের জীবন শুরু ৫ বছর বয়স থেকে। পিশি মঞ্জু সরকারের কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে গুরু অবনী মোহন দে, এস পুলক গুপ্ত, শান্তি শর্মা, ওস্তাদ মাসকুর আলী খাঁ, অনুপ বড়ুয়া, পণ্ডিত তুষার দত্ত, শাহীন সামাদ, সোহরাব হোসেন, খায়রুল আনাম শাকিল সহ অনেকের কাছে তালিম নিয়েছেন।
গানে প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু জাগো ললিত কলা কেন্দ্র থেকে। তিনি জাগো ললিত কলা কেন্দ্র ও ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে নজরুল সঙ্গীতে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ছায়ানটে কিছুদিন শিক্ষকতাও করেছেন। অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার।কণ্ঠশিল্পী চম্পা বনিকের আদর্শ সঙ্গীত শিল্পী লতা মুঙ্গেশকর। তার প্রথম মৌলিক গান ‘মেঘলা দিনে’ সুর করেছেন নকিব খান, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। এই শিল্পীর প্রথম গানের এ্যালবাম ‘স্বপ্নের আঙ্গিনায়’। গুনি এই শিল্পীর আদর্শ মানুষ তার মা। রান্না করা তার শখ হলেও, সামান্য অবসর পেলেই ঘুমাতে পছন্দ করেন। তবে সবচেয়ে ভালোবাসেন গান শুনতে। চম্পা বনিকের দাম্পত্যসঙ্গী ড.সঞ্জিত কুমার পাল। ২ মেয়ে, শ্রেয়ন্তী পাল ও শাশ্বতী পাল।