মেজবা রহমান
Episode: 0
মেজবা রহমান
বরিশাল, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৫৬৯ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

ব্যান্ড তারকা মেজবা রহমান। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফরেন্ট টাচ-এর মূল ভোকাল হিসেবে পরিচিত তিনি। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ অথবা ‘দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়’ নব্বই দশকের সাড়া জাগানো এই গানগুলোর শিল্পী তিনি।

শুরুতে শুধু বন্ধুদের সাথে আড্ডায় গাইতেন মেজবা, সংগীতশিল্পী হবেন ভাবেননি কখনো। তাঁর সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল খেলোয়াড় হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটা হয়নি তাঁর। বন্ধুদের উৎসাহে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমেই সঙ্গীত জগতে তাঁর পথচলা শুরু। 

১৯৯০ সালে ডিফরেন্ট টাচের প্রথম অ্যালবাম রিলিজের পর থেকেই অগণিত শ্রোতাদের মনিকোঠায় রয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। জন্ম ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১০ ফেব্রুয়ারী, বরিশালে। বাবা মুজিবুল হক, মা হাসিনা খান। ৪ ভাই ২ বোনের মধ্যে মেজবা দ্বিতীয়। বাবার ব্যবসার কারণে তাঁর বেড়ে ওঠা খুলনা শহরে। সরকারী ল্যাবরেটরি স্কুল থেকে এস.এস.সি. ও সরকারী সুন্দরবন আদর্শ কলেজ থেকে এইচ.এস.সি. সম্পন্ন করে সরকারী বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস. সম্পন্ন করেন তিনি। গানের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী মেজবা রহমান।

তাঁর দাম্পত্যসঙ্গী লাজ রহমান। দুই সন্তান, ফার্সাদ আজামী ও নামি ইফরাইম।
ডিফরেন্ট টাচের ১৯৯০-সালে “শ্রাবণের মেঘ”, ১৯৯৩-তে “সাজানো পৃথিবী” এবং ১৯৯৭-এ “প্রশ্ন” এই তিনটি অ্যালবাম ছাড়া, “আবেগ” নামে একটি মিক্সড অ্যালবাম এবং একক অ্যালবাম “এযাবৎ” ও ‘তোমার জন্য’ প্রকাশিত হয়েছে তাঁর। নিজের বেশির ভাগ গানের কথা ও সুর নিজেরই করা মেজবা রহমানের। লেখালেখিতে দক্ষতাও রয়েছে তাঁর।
এই শিল্পীর জন্য “আজ গানের দিন” পরিবারের পক্ষ থেকে রইল অফুরন্ত শুভকামনা। 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400