প্রেস রিলিজ

একটি প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ হল সংবাদমাধ্যমের সদস্যদের তথ্য সরবরাহের উদ্দেশ্যে, একটি দাপ্তরিক বিবৃতি প্রদান বা কোনও ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া একটি দাপ্তরিক বিবৃতি।

‘আজ গানের দিন’-এ নীলিমা
May 24
‘আজ গানের দিন’-এ নীলিমা

সংগীতশিল্পীদের নিয়ে প্রতি রবিবার এনিগমা টিভিতে প্রচারিত হচ্ছে ‘আজ গানের দিন’। আসছে রবিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানটির ৮ম পর্ব। অনুষ্ঠানে এবার গান গাইতে আসছেন সংগীতশিল্পী নিলীমা আক্তার।

আধুনিক ও নজরুলসংগীত শিল্পী হিসেবে শ্রোতামহলে সুপরিচিত নিলীমা। গুণী এই শিল্পী রবিবার রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচারিত ‘আজ গানের দিন’ এ অংশ নিবেন। শোনাবেন বেশকিছু গান। দর্শক এনিগমার ফেসবুক ও ইউটিউব পেজেও অনুষ্ঠানটি দেখতে পারবেন।

১৯৭৩ সালে নীলফামারী জেলায় জন্ম নেয়া নীলিমার সংগীতে হাতেখড়ি বাবা নুরুল হকের কাছে। এরপর নিয়মতান্ত্রিকভাবে গান শেখেন ওস্তাদ সন্তোষ কুমার মৈত্রের কাছে। সংগীতের আনুষ্ঠানিক যাত্রা ১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে তালিকাভুক্ত শিল্পী হওয়ার মাধ্যমে। ২০০৬ সালে বাংলাদেশ টেলিভিশন এ আধুনিক ও নজরুল সংগীত শিল্পী হিসেবে তালিকা ভুক্তি হন।

বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় নীলিমা আক্তারকে। এছাড়া গুণী শিল্পীর স্বীকৃতি হিসেবে পেয়েছেন পিলু মমতাজ পদক, হরলাল রায় পদক, আব্বাস উদ্দিন একাডেমি সম্মাননা ও শাশ্বত বাংলা রংপুর সম্মাননা।

নিলীমার পছন্দের শিল্পীদের তালিকায় রয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মান্না দে, আশা ভোঁসলে, সনু নিগম, সামিনা চৌধুরী প্রমুখ। সংগীতের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির অন্যান্য শাখাতেও দক্ষ পদচারণা রয়েছে নীলিমা আক্তারের।