সমরজিৎ রায়
Episode: 0
সমরজিৎ রায়
কক্সবাজার, বাংলাদেশ

আপনার নেটওয়ার্কে ৫৪৭ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

বাংলা সঙ্গীত জগতের এক অনন্য নাম সমরজিৎ রায়। কক্সবাজারে জন্ম নেওয়া শিল্পী সমরজিতের বাবা নেপাল চন্দ্র রায় একজন স্বনামধন্য গুণী শিক্ষক এবং মা রত্না রায় গৃহিণী। তাঁর বড় দুই ভাই বিশ্বজিৎ রায় ও সত্যজিৎ রায় এবং ছোট বোন শর্মিলা ।

সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ সমরজিৎ রায়ের সঙ্গীতের প্রথম গুরু চট্টগ্রাম আর্য্য সঙ্গীতের উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। এরপর সমরজিৎ সঙ্গীত শিক্ষা লাভ করেন ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পদ্মশ্রী পন্ডিত মধুপ মুদ্গল এবং পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী সহ আরো অনেক গুণীদের কাছে। 

ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে পড়াশোনা করে সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন সমরজিৎ রায়। তাছাড়াও তিনি ভারতের চন্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকেও  তবলা এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।

সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন সমরজিৎ রায়। অর্জন করেছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার। যার মধ্যে উল্লেখযোগ্য পন্ডিত ডি.বি. পলুস্কর পুরস্কার, হরি ওম ট্রাস্ট পুরস্কার, সঙ্গীতা বসন্ত বেন্দ্রে পুরস্কার, সুশীলা পুরস্কার, বাসুদেব চিন্তামন পুরস্কার, নলিনী প্রতাপ কানবিন্দে পুরস্কার, সুখবর্ষা রায় পুরস্কার ইত্যাদি।

তাঁর প্রথম হিন্দি গানের এ্যালবাম “তেরা তসব্বুর” ২০১১ সালে ভারতের সম্মানজনক মিউজিক এ্যাওয়ার্ড “জিমা এ্যাওয়ার্ড” এ “সেরা জনপ্রিয় এ্যালবাম” বিভাগে মনোনয়ন পায়।
বাংলাদেশের সেরা শিল্পী হিসেবে “লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৫” এর সম্মান পান তিনি।

সমরজিৎ রায় বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী। বাংলাদেশ ও ভারতের সিনেমার গানে প্লেব্যাকেও কণ্ঠ দিচ্ছেন তিনি।
সমরজিৎ এর কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত কন্ঠের গান "তুমি ভোরের পাখির মতো"  ভীষণ শ্রোতাপ্রিয় হয়। তাছাড়া তাঁর নিজের লেখা ও হৈমন্তী শুক্লার সুরে প্রকাশিত "কিছু কিছু রাত" শিরোনামে সমরজিৎ এর গাওয়া গান তাঁর শততম মৌলিক গান।

সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতে রেকর্ডকৃত উপমহাদেশের কিংবদন্তি শিল্পী অনুপ জলোটার কণ্ঠে বেশ কিছু বাংলা গান শ্রোতাদের ভীষণভাবে ছুঁয়ে যায়।
সমরজিৎ এর সুর ও সংগীত পরিচালনায় প্রখ্যাত শিল্পী ইন্দ্রাণী সেনের সঙ্গে তাঁর গাওয়া দ্বৈত গান “মা যেন ঐ ডাকছে আমায়” বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। তাছাড়া বাংলা গানের কিংবদন্তী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় ও বটকৃষ্ণ দের লেখা এবং কিংবদন্তি সুরকার মৃণাল চক্রবর্তী ও অজয় দাশের সুরে বেশ কিছু মৌলিক গান রেকর্ড করারও সৌভাগ্য হয়েছে শিল্পী সমরজিত রায়ের।

দীর্ঘ ১২ বছর ধরে দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন সমরজিৎ রায়। বর্তমানে, কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লার সাথে যৌথভাবে শুরু হওয়া "সুরছায়া" নামক একটি অনলাইন ভিত্তিক সঙ্গীত পাঠশালা পরিচালনা করছেন তিনি।
অগ্রযাত্রার সিঁড়ি বেয়ে সমরজিৎ রায়ের সাফল্য, চলার পথকে মসৃণ করবে, সেই কামনা করে আজ গানের দিন পরিবার।

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400

শিল্পীর ট্র্যাক
  • #
  • গান
  • অ্যালবাম
  • সময়
  • দেখুন
  • আমি এতো যে তোমায় ভালবেসেছি
    1
  • আমি এতো যে তোমায় ভালবেসেছি
  • 4:39
  • track
    2
  • Amaro Porano Jaha Chay | আমার পরান যাহা চায় | Samarjit Roy | Indrani Sen | Enigma TV Music
  • সাফিকা নাসরিন মিমি
  • 5:2