প্রকাশ কুমার বণিক
শিল্পী প্রকাশ কুমার বণিক এর জন্ম ভোলাতে। বাবা মরন চন্দ্র বনিক, মা পুষ্প রানী বনিক। বেড়ে ওঠা ও কলেজ পর্যন্ত পড়াশোনা সেখানেই। তিনি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়েন, তখন থেকেই সংগীতে হাতেখড়ি বড় ভাই প্রদীপ বনিক ও মেজো ভাই দিলীপ বনিকের কাছে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পাশাপাশি চর্চায় ছিল লোক গান।