‘বাংলাদেশি আইডল’ খ্যাত শিল্পী মন্টি সিনহা গানে মাতিয়েছেন এপার-ওপার দুই বাংলার শ্রোতাদের। গান গাওয়ার পাশাপাশি সময় দিচ্ছেন কম্পোজিশনেও।
‘আজ গানের দিনে’ গাইবেন মন্টি সিনহা
রোববার (২৩ অক্টোবর) এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এর চতুর্দশ পর্বে গাইবেন তিনি। এদিন রাত ১০টায় এনিগমা টিভিতে সরাসরি সম্প্রচার হবে ‘আজ গানের দিন’। অনুষ্ঠানটি এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও উপভোগ করা যাবে।
মৃন্ময় সিংহ মন্টি শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন বৈচিত্র্যময় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সিলেটের সন্তান এ শিল্পীর সঙ্গীত শিক্ষার হাতেখড়ি ছয় বছর বয়সে পিসি সাধনা সিনহার কাছে। এরপর দীর্ঘ ৮ বছর নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীতসহ বিভিন্ন গানের তালিম নেন গুরু কৃষ্ণধন সিনহার কাছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার ও মনিপুরী ললিতকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গান শেখার পাশাপাশি ভারতের ঋতুরাজ সেনের কাছে তালিম নেন মন্টি। নিজের কিছু মৌলিক গান ও অ্যালবামও বেরিয়েছে তার।
বাংলাদেশি আইডল ২০১৪-র দ্বিতীয় রানার-আপ মন্টি সিনহা ভারতের ‘জি বাংলা সারেগামাপা ২০১৮’ প্রতিযোগিতায়ও জায়গা করে নেন টপ টোয়েন্টিতে। সংগীতের বিভিন্ন শাখায় যোগ্যতার প্রমাণ রেখে নিজেকে শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান তিনি।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।