ইমরান খন্দকার
‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’এবং মাছরাঙ্গা টিভির ‘ভালোবাসি বাংলাদেশ ২০১৩’ প্রতিযোগিতায় সেরা দশ এর মধ্য দিয়ে শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন সঙ্গীতশিল্পী ইমরান খন্দকার। তিনি সাদাকালো দুঃখ, তোমার বারান্দায়, কলিজাতে দাগ লেগেছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, একটু যদি… - একে একে এমন সব গান দিয়ে দর্শক মনে স্থান করে নিয়েছেন।