মো: এম আর মানিক

মো: মন্তাজুর রহমান মানিক। সম্প্রতি মানিকের ‘চোখ লাল কিসে’ গানটি অনলাইনের মাধ্যমে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। মানিক-এর বাবা মো. বারেক সরকার এবং মা মোছা. মাজেদা বেগম। তিন ভাইয়ের মধ্যে মানিক বড়। ১৯৮৮ খ্রিষ্টাব্দের ২ জুলাই ঢাকায় জন্ম নেয়া মানিকের গানের জগতে হাতেখড়ি বাবার কাছে ছোটবেলা থেকেই। প্রথম সঙ্গীত গুরু বা ওস্তাদ বাবা মো: বারেক সরকার, তাঁর কাছেই গান শিখেছেন দীর্ঘদিন।