সাফিকা নাসরিন মিমি

শিল্পী সাফিকা নাসরিন মিমির জন্ম রাজশাহীতে। মা তৌফা চৌধুরী, বাবা প্রয়াত মো. সফিউর রহমান চৌধুরী। মিমি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। পড়াশোনাও রবীন্দ্রসঙ্গীতের ওপর। তবে সব ধরনের গান করতে ভালোবাসেন তিনি। শৈশবেই সঙ্গীতে হাতেখড়ি তাঁর। ১৯৮৭ সালে জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিমি একই বছরে পঞ্চম হয়েছিলেন নতুন কুঁড়ি প্রতিযোগিতায়ও। রাজশাহীতে ওস্তাদ রবিউল হোসেইনের কাছে প্রায় বারো বছর তালিম নেন তিনি। এরপর সঙ্গীতশাস্ত্রে স্নাতকোত্তর করেন শান্তিনিকেতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে অধ্যয়নের সময় রবীন্দ্রসঙ্গীতের ওপর দীক্ষা নিয়েছেন কনিকা বন্দোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, অরূপ রতন বন্দোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, মলয় সেন, ইন্দ্রানী সেন প্রমুখের কাছে। আর ক্লাসিক্যাল শিখেছেন মোহন সিংয়ের কাছে।