চম্পা বনিক
"আজ গানের দিন" সিজন-২-এর এবারের অতিথি বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বনিক। ইতিমধ্যে দেশের সংগীত অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বাবা মনি লাল বনিক, মা কনিকা বনিক। ২ বোনের মধ্যে চম্পা বড়। ছোট বোন টুম্পা বনিক। গুনি এই শিল্পীর দাম্পত্যসঙ্গী ড.সঞ্জিত কুমার পাল। ২ মেয়ে, শ্রেয়ন্তী পাল ও শাশ্বতী পাল।