'সাদাকালো দুঃখ', 'তোমার বারান্দায়, কলিজাতে দাগ লেগেছে', 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা', 'একটু যদি' - এমন সব গান দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন শিল্পী ইমরান খন্দকার। ইমরান খন্দকারের জন্ম যশোরে। বাবা খোন্দকার আবুল বাসার, মা জহুরুন নেছা। তিন ভাইবোনের মধ্যে সবার বড় ইমরান। তাঁর সঙ্গীতে হাতেখড়ি মায়ের কাছে, সেইদিক থেকে তিনি সৌভাগ্যবান। পরবর্তী সময়ে গুরু মাহবুব রাসেল, আবদুস শহীদ, নিবাস কুমার মণ্ডল, অখিল বিশ্বাস, বিপ্লব সান্যাল, সুকুমার দাস, পান্না দে, লক্ষী রানী বৈদ্য প্রমুখের কাছে সঙ্গীতশিক্ষা লাভ করেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় শিখেছেন গুরু সুকুমার দাসের কাছে।
সঙ্গীতশিল্পী হিসেবে উল্লেখযোগ্য অর্জনও রয়েছে ইমরানের। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’ এবং মাছরাঙ্গা টিভির ‘ভালোবাসি বাংলাদেশ ২০১৩’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। প্রশংসিত হয়েছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গান গেয়ে।
বর্তমানে স্টেজ শো, টিভি শো ও নতুন গানে কণ্ঠ দেয়া, সুর ও সঙ্গীতায়োজন সব মিলিয়ে গানেই ব্যস্ত সময় কাটছে তাঁর। ইমরানের শখ সিনেমা দেখা এবং ভ্রমণ করা; স্বপ্ন দেখেন বিশ্বভ্রমণের।