নোশিন তাবাসসুম স্মরণ
শিল্পী নোশিন তাবাসসুম স্মরণ মাত্র তিন বছর বয়সে প্রবেশ করেন গানের ভুবনে। অংশগ্রহণ করেন ‘মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০০৮’ প্রতিযোগিতায় এবং একই বছর থেকে পেশাগতভাবে যুক্ত হন গানের জগতে। যিনি গানের পাশাপাশি দক্ষতা অর্জন করেছেন উপস্থাপনায়। শখের বসে করেন লেখালেখিও।