মোঃ রাশেদ উদ্দিন
Episode: 0
মোঃ রাশেদ উদ্দিন
চট্টগ্রাম

আপনার নেটওয়ার্কে ৬৮৩ শ্রোতা

no-photo
no-photo
no-photo
সংক্ষিপ্ত বিবরণ

বাংলাদেশের সঙ্গিতাঙ্গনে শ্রোতাপ্রিয় একটি নাম রাশেদ। পুরো নাম মোহাম্মদ রাশেদ। সঙ্গীত যার নেশা এবং পেশা। তার দরদভরা কণ্ঠ খুব সহজেই মানুষের মনে দাগ কেটে যায়। রাশেদের কণ্ঠে ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি আজো মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।
ক্লোজ আপ ওয়ান তারকাখ্যাত এই শিল্পীর জন্ম ১৯৭৭ সালের ৮ মার্চ চট্টগ্রামের কালুরঘাটের মোহরায় । বাবা মোহাম্মদ বেলাল উদ্দিন, মা মোসাম্মাৎ রাবেয়া খানম। দুই ভাই ও দুই বোনের মধ্যে রাশেদ বড়। 
চট্টগ্রাম রেলওয়ে হাই স্কুলের এই ছাত্র সঙ্গীতের অনুপ্রেরণা পেয়েছেন পারিবার থেকেই। বাবা- মা ছিলেন প্রেরণার উৎস। তবে সঙ্গীতাঙ্গনে এ পর্যন্ত আসার পেছনে বন্ধুদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
ছোটবেলায় হামদ-নাত ও গজল গেয়ে প্রশংসা কুড়িয়েছেন রাশেদ। মূলত রেডিও ও টেলিভিশনে গান শুনে শুনে গানের প্রতি ভালবাসা তৈরি হয় তার। ১৯৯০ এর দিকে চট্টগ্রামের আর্য সঙ্গীত একাডেমীতে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেয়া শুরু করেন ওস্তাদ ভূপতি ধরের কাছে। এরপর উচ্চাঙ্গ ও নজরুলে তালিম নেন ওস্তাদ এমদাদুল হক সেলিমের কাছে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও শিল্পকলার তালিকাভুক্ত শিল্পী রাশেদ। সঙ্গীতে তার আদর্শ কুমার বিশ্বজিৎ ও মোহাম্মাদ রাফি। ২০০৩ সালে বেন্সন অ্যান্ড হেইজেস এর সঙ্গীত প্রতিযোগীতায় সারা বাংলাদেশে বেস্ট ভোকালিস্ট হিসেবে সম্মানিত হন তিনি। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ষষ্ঠতম রাশেদ সঙ্গীত পরিবেশন করতে গিয়েছেন পৃথিবীর বহু দেশে।
২০০১ সাল থেকে এখন পর্যন্ত সঙ্গীতের সাথেই তার বসবাস। রাশেদের মতে সঙ্গীত তাকে দিয়েছে দুহাত ভরে। এ পর্যন্ত প্রায় ২০০ টি মৌলিক গান রয়েছে এই শিল্পীর এবং রয়েছে ২ টি একক ও ২০ টির মতো মিশ্র এ্যালবাম। দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক নকিব খানের সুরে তার প্রথম এ্যালবাম ‘ফেরিওয়ালা’। গান গাওয়ার পাশাপাশি সুরও করেন রাশেদ। তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ তোমার সুরের খেয়ার পালে, এভাবে তোমাকে, তোমার জন্য এসেছি আমি, মধুময় এই মধু রাতে ইত্যাদি। 
এই শিল্পীর দাম্পত্যসঙ্গী জান্নাতুল আনাম সায়মুন। তাদের ২ মেয়ে। বড় মেয়ে রাওজাত আম্বারা, ছোট মেয়ে রেজওয়া জান্নাহ সাবেরা। প্রতিভাবান এই শিল্পী আরও বড় পরিসরে পরিচিতি পেতে চান। স্বপ্ন দেখেন একজন প্লেব্যাক সিঙ্গার হওয়ার। রাশেদ তার স্বপ্ন ছুয়ে বেঁচে থাকুক সঙ্গিতপ্রাণ হয়ে এই প্রত্যাশা করে আজ গানের দিন পরিবার।
 

যোগাযোগের ঠিকানাঃ
  • ওয়েবসাইট

    www.aajgaanerdin.com

  • ইমেইল

    info@aajgaanerdin.com

  • মোবাইল

    09678006688

  • ফোন

    +(88) 0255045400