সারা ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ের সঙ্গীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন সমরজিৎ রায়। অর্জন করেছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার। যার মধ্যে উল্লেখযোগ্য, পন্ডিত ডি.বি পলুস্কর পুরস্কার, হরি ওম ট্রাস্ট পুরস্কার, সঙ্গীতা বসন্ত বেন্দ্রে পুরস্কার, সুশীলা পুরস্কার, বাসুদেব চিন্তামন পুরস্কার, নলিনী প্রতাপ কানবিন্দে পুরস্কার, সুখবর্ষা রায় পুরস্কার ইত্যাদি।
তাঁর প্রথম হিন্দি গানের এ্যালবাম “তেরা তসব্বুর” ২০১১ সালে ভারতের সম্মানজনক মিউজিক এ্যাওয়ার্ড “জিমা এ্যাওয়ার্ড” এ “সেরা জনপ্রিয় এ্যালবাম” বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
বাংলাদেশের সেরা শিল্পী হিসেবে “লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৫” এর সম্মান পান তিনি।
সমরজিৎ রায় বাংলাদেশ বেতার, টেলিভিশন ও শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী বাংলাদেশ ও ভারতের সিনেমার গানের প্লেব্যাকও করছেন তিনি।
সমরজিৎ এর কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত কন্ঠের গান "তুমি ভোরের পাখির মতো" ভীষণ শ্রোতাপ্রিয় হয়। তাছাড়া তাঁর নিজের লেখা ও হৈমন্তী শুক্লার সুরে প্রকাশিত হয় "কিছু কিছু রাত" শিরোনামে সমরজিৎ এর গাওয়া শততম মৌলিক গান।
© 2025 আজ গানের দিন। সমস্ত অধিকার সংরক্ষিত।